পাবনা করেসপনডেন্ট:
পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ রিপন মন্ডল (২৬) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৫ অক্টোবর) দুপুরে চাটমোহর উপজেলার কোয়াবাসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত রিপন উপজেলার কায়াবাসি পশ্চিমপাড়ার আদম মন্ডলের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর দেড়টার দিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে একটি দল চাটমোহর উপজেলার কোয়াবাসি এলাকায় অভিযান চালায়।
এ সময়। কোয়াবাসি-কদমতলী কাঁচা রাস্তা এলাকা থেকে রিপন মন্ডলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার পাওয়া যায়। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হয়েছে হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।
/এএইচএম