প্রতীকী ছবি।
স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের মো. সাদ্দামের ছেলে শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।
স্থানীয়রা জানান, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় দুজনেই পানির গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাদের ভাসতে দেখে উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না তিনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এএস