Swadhin News Logo
মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাতক্ষীরায় কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে করা মামলা খারিজের আবেদন

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৭, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে করা মামলা খারিজের আবেদন

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। (ছবি: সংগৃহীত)

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনের বিরুদ্ধে দায়ের করা পাঁচ কোটি টাকার মানহানি মামলায় আজ শুনানি হয়েছে আদালতে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ শুনানি হয়। শুনানিতে বাদী ও বিবাদী পক্ষের একাধিক আইনজীবী অংশ নেন। এ সময়, মামলাটি খারিজের আবেদন করেন বিবাদী পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান।

তিনি জানান, মামলাটির বাদী অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি প্রিজন্স শেখ আব্দুল অমিক ফেসবুকে বাংলাদেশ সরকার, সেনাবাহিনী এবং আইজি প্রিজন্সের নামে বিভিন্ন অসত্য কুৎসা রটনা করছিলেন। যা আইন পরিপহ্নি। তাকে থামানোর জন্য অফিশিয়ালি একটি আদেশে এটা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেন আইজি প্রিজন্স। সেইসাথে, বাংলাদেশের সকল কারাগারে তার প্রবেশ নিষিদ্ধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি একটি সিভিল মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, আইনের ধারা উল্লেখ করে আমরা আদালতে বলেছি, এই মামলা ‘নট মেইনটেনেবল’। তাই আমরা খারিজের আবেদন দিয়েছি। আদালত আমাদের আবেদনটি শুনেছেন। তবে বাদী পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেছেন। পরে আগামী ২০ অক্টোবর মামলাটির পরবর্তী দিন ধার্য করেন আদালত।

অপরদিকে, বাদী পক্ষের আইনজীবী আব্দুল মজিদ বলেন, বিবাদী পক্ষ মামলাটি রিজেক্টের জন্য আবেদন করেছেন। আমরা আদালতে সময় চেয়েছি, যেহেতু আইনগত ব্যাখ্যা জড়িত। প্রস্তুতি নিয়ে আগামী ধার্য দিনে আমরা শুনানি করবো।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট আদালতে মামলাটি দাখিল করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি প্রিজন্স শেখ আব্দুল অমিক।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক