Swadhin News Logo
মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৭, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের শৈলকুপায় খালের পানিতে ডুবে ছাহাদ বিশ্বাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু ছাহাদ ওই গ্রামের সবুজ বিশ্বাসের ছেলে।

নিহত শিশুর দাদা আজিজ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু ছাহাদ। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জিকে সেচ খালের পানিতে শিশুটির দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাবেয়া খাতুন বলেন, ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ না থাকলে শৈলকুপা থানায় অপমৃত্যু মামলা হবে।

/এএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত