Swadhin News Logo
সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

সুনামগঞ্জে ভারতীয় লেহেঙ্গা-শাড়ীসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ

প্রতিবেদক
Nirob
জুন ৩০, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
সুনামগঞ্জে ভারতীয় লেহেঙ্গা-শাড়ীসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ


সুনামগঞ্জ করেসপনডেন্ট:

ভারত-সুনামগঞ্জ সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা উন্নতমানের লেহেঙ্গা, শাড়িসহ সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ জুন) মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর সীমান্তের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, প্রায় ৫ হাজার পিস কসমেটিক ও ২০ হাজার পিস স্নিকার্স চকলেট। 

পরে আজ দুপুরে প্রেস ব্রিফিং করে ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত গোডাউন থেকে উন্নতমানের ভারতীয় শাড়ির চালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা বলে জানান তিনি।

এর আগে, গত এক মাসে ২৮ বিজিবি সুনামগঞ্জে সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

/এএইচএম





Source link

সর্বশেষ - আন্তর্জাতিক