Swadhin News Logo
শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বগুড়ায় বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১০, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
বগুড়ায় বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু

বগুড়া ব্যুরো:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজন।

পুলিশ জানায়, দুর্গাপূজার দশমীর দিনে খোট্টাপাড়া এলাকার মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া তাদের সনাতন বন্ধুদের সঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। এর একদিন পর নাসিমুল ইসলামও মারা যান। আজ শুক্রবার দুপুরে মানিক ও কাফির মৃত্যু হয়। এদিকে চিকিৎসাধীন থাকা রঞ্জু মিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

/আরএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত