চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:
চুয়াডাঙ্গায় সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহফুজুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর এলাকার বিজিবি সদর দফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ (২৫) সদর উপজেলার হাজরাহাটী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস বিজিবি সদর দফতরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলসহ তিনজনকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মারা যান। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
/আরএইচ