
যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে কোনও উপদেষ্টার দায়মুক্তি সম্ভব নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুর জেলা বিএনপির প্রয়াত সদস্য সচিব আনিসুর রহমান লাকুর কবর জিয়ারত ও তার পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতাকর্মীরা। তখন সাংবাদিকদের সাথে আলাপকালে আখতার হোসেন।
এনসিপির সদস্য সচিব বলেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদকে অবশ্যই তাদের জনগণের পক্ষে পাওয়া ম্যান্ডেট পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে। অন্য কোনোভাবে তারা সেইফ এক্সিট নিতে পারবেন না।
আখতার হোসেন অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের কার্যকলাপ দেখে মনে হয়, ক্ষমতা হস্তান্তর করতে পারলেই তারা বেঁচে যান। যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করে সেইফ এক্সিট নেয়ার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তিনি।
এর আগে, সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে এনসিপি নেতাকর্মীরা তাকে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে নগরীর শহীদ আবু সাঈদ চত্বরে নিয়ে যায়। সেখানে তাকে সংবর্ধনা দেয় নেতাকর্মীরা।
/এমএন

















