Swadhin News Logo
রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় সব আসামি বেকসুর খালাস

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১২, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় সব আসামি বেকসুর খালাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় দেলোয়ার হোসেন সাঈদীসহ সব আসামি বেকসুর খালাস পেয়েছেন।

রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, মামলায় দেলোয়ার হোসেন সাঈদীসহ মোট আসামি ছিলেন ১১৪ জন। এর মধ্যে ৯ আসামি মারা যাওয়ায় ১০৫ জনের বিচার হয়েছে।

আসামিপক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক কারণে প্রকৃত আসামিদের আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছিল।

অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অন্তত ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। কেউই মামলার পক্ষে বা আসামিদের বিপক্ষে সাক্ষ্য দেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার সব আসামি খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় ২৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে নিহত হন ফারুক। পরে ম্যানহোলে পাওয়া যায় তার মরদেহ।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক