শরীয়তপুর করেসপনডেন্ট:
২০ জন যাত্রী নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১০টার দিকে নড়িয়ার কীর্তিনাশা নদীতে নির্মাণাধীন ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান জানান, ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নড়িয়া কীর্তিনাশা নদী পাড় হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেড যাচ্ছিল। তার ঢেউয়ে নৌকাটি যাত্রী নিয়ে ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়েছে। এ সময়, অতিরিক্ত যাত্রী নেয়ায় নৌকাটি ডুবে যায় বলে জানান ইউএনও।
উল্লেখ্য, নড়িয়া-জাজিরা কীর্তিনাশা নদীর ওপর দীর্ঘদিন ধরে ‘ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর’ কাজ চলমান রয়েছে। তাই নদী পারাপারের জন্য নৌকা ও ট্রলার দিয়ে চলাচল করছে মানুষ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনের।
/এএইচএম