বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের ধাওয়ায় তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া রাসেল খান (৩২) নামের সেই যুবকের মরদেহ ৬৮ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে নিখোঁজের স্বজনরা মরদেহ উদ্ধার করে। নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এর আগে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে নিয়ে নিষিদ্ধ ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের টহলদলের সামনে পড়ে। এ সময় দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যায়। অন্য একজন নৌকাতে মাছসহ আটকে পড়েন। আর রাসেল খান নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যান। পরদিন ডুবুরি দল নদীতে খোঁজ করেও তার সন্ধান পায়নি। নিখোঁজ হওয়ার ৬৮ ঘণ্টা পরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার যমুনা টেলিভিশনকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌপুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময়, নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
/এএইচএম