Swadhin News Logo
মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১৪, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জয়নুর (৫৩) দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে।

আহতরা হলেন নিহত জয়নুরের ভাই খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১) এবং খাজা আহমেদের ছেলে দিপু (১৭)। তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমিতে কাজ করতে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। গ্রামের নুরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের উভয়পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনায় চারজন গুরুতর আহত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, চারজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত