হবিগঞ্জে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলার রায়ে জেলা কৃষক লীগের এক নেতাকে আমৃত্যু এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কায়সার মোশররফ এই রায় দেন।
মামলায় বলা হয়, ২০১৩ সালের ৬ জুন শহরের পুরান মুন্সেফী এলাকায় পূর্ব বিরোধের জেরে জামায়াত নেতা মহিবুরকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবার সদর মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি।
২১ জনের সাক্ষগ্রহণ শেষে রায় দেন বিচারক। পরে মামলার প্রধান আসামি ও কৃষক লীগের সহ-সভাপতি শফিকুল আলমকে বের করে নেয়ার সময় আদালত প্রাঙ্গণে হট্টগোল দেখা দেয়।
/এমএইচ