গাইবান্ধা করেসপনডেন্ট:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে আব্দুল কাফি (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩–৪ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাপমারা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাফি মিয়ার বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্বজনরা জানান, বাড়িতে কেউ না থাকায় তিনি মারা গেলেও কেউ বুঝতে পারেনি। তারা মরদেহের ময়নাতদন্ত করাতে চান না। এ ঘটনায় মামলা করারও ইচ্ছে নেই।
তবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
/আরএইচ