আখাউড়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ সুলতানপুর ব্যাটালিয়ন।
বুধবার (১৫ অক্টোবর) ভোররাত পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে এ সময় চোরাকারবারির সঙ্গে যুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া, কসবা, ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়, ভারতীয় উন্নতমানের শাড়ি-কাপড়, খাদ্যসামগ্রী, কসমেটিক্সসহ অন্যান্য পণ্য জব্দ করে।
৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবাসহ আরও কিছু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা। এ সময়, জব্দকৃত এসব পণ্য কাস্টমসে জমা দেয়া প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেন তিনি। সেইসাথে, চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
/এএইচএম