সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর পূর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, গত শুক্রবার সকালে ভবানীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ শফিকুল ইসলাম প্রতিবেশী আট বছর বয়সী এক শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শফিকুল পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ভিকটিমের পরিবারকে সমঝোতার কথা বলে বিষয়টি নিয়ে টালবাহানা করতে থাকেন। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করে। পরে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণ করা হয় বলেও জানান ওসি গোলাম সারওয়ার।
/এএইচএম