জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএসএফ সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করছে। সেই সাথে ভারতীয় মুসলিমদের অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশ-ইন করারও চেষ্টা করছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ছাত্র-জনতার। এখন সীমান্তে আর কোনও ধরণের পুশ ইন মেনে নেয়া হবে না। পাশাপাশি যেকোনও মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করা হবে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশে পুরানো বন্দোবস্ত রয়ে গেছে। বৈষম্যহীন দেশ গড়তে প্রয়োজন নতুন সিস্টেম। এটি বাস্তবায়নে কাজ করবে এনসিপি।
আরেকটি পথসভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে আমরা লড়াই করছি। যেখানে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস থাকবে না। এজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ যুবসমাজ যতবার এগিয়ে এসেছে ততবার বাংলাদেশ বেঁচে গেছে।
পরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন দলটির নেতাকর্মীরা। দুপুরের পর পর্যায়ক্রমে রংপুরের পীরগঞ্জ, দিনাজপুর ও বগুড়ায় পথসভা করবে দলটি।
/আরএইচ