চট্টগ্রামের রাউজানে বোরকা পরে আসা সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সেসেলিম নামে একজন নিহত হয়েছে। রোববার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রাউজানের কদলপুরে ঈশানভট্টের হাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সমশের পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত সেলিম নিকটাত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন। মোটর সাইকেলে তার সাথে স্ত্রী এবং মেয়েও ছিলো। হঠাৎ অটোরিকশাযোগে আসা বোরকা পরিহিত দুর্বৃত্তরা সেলিমের মাথায় গুলি করলে লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ কেউ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের মুখে ও মাথায় গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কেন হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে। খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর চট্টগ্রামের রাউজানে সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে অনেকবার। সেলিম হত্যাকাণ্ড রাজনৈতিক নাকি অন্য কোনো ঘটনার জের ধরে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি কেউ।
/এএস