সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:
জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– উপজেলার সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬) এবং একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের ওই দুই শিশু দুপুরে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর ওই গ্রামের একটি পুকুর পাড়ে খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।