কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেছে একজনের। নিখোঁজ রয়েছেন ২ জন। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি জানান, ভোরে ৫ জন হিমছড়ি সৈকতে বেড়াতে যায়। পরে ৩ জন সমুদ্র গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় ৩ জনই। এসময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। তবে, সাগর উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
/এএস