ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৩৪ কিলোমিটারজুড়ে তীব্র যানজট দেখা দেয়। তবে প্রায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে এই মহাসড়কে যান চলাচল।
শুক্রবার (১১ জুলাই) সকালে আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকার রাস্তায় অসংখ্য খানাখন্দ ও বৃষ্টির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কোথাও কোথাও গর্তে গাড়ি আটকে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রী-চালকরা।
হাইওয়ে পুলিশ জানায়, ৬ লেনের কাজ চলমান থাকায় সড়ক সরু অবস্থায় রয়েছে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
/এসআইএন