মাদারীপুর করেসপনডেন্ট:
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।
জানা গেছে, গত ২ জুলাই রাতে পরিবারকে কিছু না বলে এনায়েত বাড়ির বাহিরে যায়। এরপর বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে। পরে গত ৫ জুলাই এনায়েতের বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে ময়নাকাটা নদীর তীর থেকে দুর্গন্ধ আসতে থাকে। এরপর নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে মরদেহটি দেখতে পান তারা। পরে এনায়েতের পরিবার মরদেহটি শনাক্ত করে। এরপর শিবচর থানা পুলিশের একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ