Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গোপালগঞ্জ জেলা কারাগারে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
Nirob
জুলাই ১৭, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলা কারাগারে নিরাপত্তা জোরদার

গতকাল বুধবারের হামলার ঘটনায় গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি এবং কারারক্ষীদের সমন্বয়ে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন।

তিনি বলেন, গতকালের হামলার পর নতুন করে আর যেন ঝামেলা না হয়, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে গতকালের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে হামলার কোনও আশঙ্কা নেই।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে এনসিপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের একপর্যায়ে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন কারারক্ষী আহত হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/আরএইচ

সর্বশেষ - চাকরি