গোপালগঞ্জে আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোকসমাগম। নিত্যপ্রয়োজনীয় জিনিষ কিনতে দোকানপাটেও রয়েছে ক্রেতাদের ভিড়। গণপরিবহণও চলাচল শুরু করেছে।
এর আগে গত বুধবার এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষের পর কারফিউ জারি করে প্রশাসন। কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়।
/এটিএম