গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলো মাইক্রোবাস। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন অন্তত ৭ জন।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার বত্রিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস সিরাজগঞ্জের উল্লাপাড়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বত্রিশ মাইল এলাকায় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি মহাসড়কের মাঝখানে থাকা আইল্যান্ডে উঠে পড়ে। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি।
পরে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা চালক-যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানা যায়।
/এএম