Swadhin News Logo
বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Nirob
জুলাই ২৩, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

জামালপুর করেসপনডেন্ট:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মসজিদের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোশারফ হোসেন ও জদু মিয়া। তারা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা। নিহত দুইজন গুনারীতলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খুলতে গিয়ে জদু মিয়া অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গেলে মোশারফ হোসেনেও অজ্ঞান হয়ে যায়। পরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাদারগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেপটিক ট্যাংকের গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহ মাহাদি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

/আরএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক