Swadhin News Logo
বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Nirob
জুলাই ২৩, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে পুকুরে ডুবে লাম (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। লাম ওই গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে এবং এসকেএস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় লাম। একপর্যায়ে পুকুরে ঝাঁপিয়ে পড়ে সে আর ভেসে ওঠেনি। সাথে থাকা অন্যান্য শিশুরা বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে স্থানীয়রা প্রায় ১৫ মিনিট খোঁজার পর লামের নিথর দেহ উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

রামচন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একটি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেল। আমরা শোকাহত পরিবারের পাশে আছি। ঘটনাটি ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত