Swadhin News Logo
শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

মুন্সিগঞ্জে বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Nirob
জুলাই ২৬, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
মুন্সিগঞ্জে বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার কয়েকটি ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সেসব কমিটিতে পদ না পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ নেতাকর্মীরা।

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ভবেরচর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পরে যাত্রী ও চালকরা। এর প্রায় আধঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে সড়কটি ছাড়ে নেতাকর্মীরা।

অবরোধকারীরা অভিযোগ, টাকার বিনিময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান সফিক টেঙ্গারচর, গজারিয়া, বাউশিয়া, বালুয়াকান্দি ইউনিয়নের কমিটি ঘোষণা করে। সেই কমিটির তালিকা ফেসবুকে পোস্টও করা হয়। কোনও ধরনের সম্মলেন না করে এবং গঠনতন্ত্রকে উপেক্ষা করে এ কমিটি করা হয়েছে। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান পেয়েছে।

তারা আরও জানান, দ্রুত এসব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিতে হবে। এ সময় বিএনপি নেতা ফরিদ ও আব্দুর রহমানকে অবাঞ্চিতও ঘোষণা করেন তারা।

প্রায় আধ ঘণ্টা অবরোধের পর দ্রুত ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মহাসড়কটি ছাড়ে ক্ষুব্দ নেতাকর্মীরা।

/আরএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক