Swadhin News Logo
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পটুয়াখালীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Nirob
জুলাই ২৭, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
পটুয়াখালীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে ট্রলার থেকে পড়ে নদীতে নিখোঁজ যুবক ইমরান শরীফের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া গ্রাম সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেলে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত ইমরানের বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেবের চর এলাকায়।

এর আগে, শুক্রবার দুপুরে ট্রলারে কালাইয়া বন্দরের বরফকলে উদ্দেশে যাচ্ছিলেন ইমরান। নিম্নচাপের প্রভাবে তেঁতুলিয়া নদীর ঢেউয়ের তোরে ট্রলার থেকে নদীতে পরে নিখোঁজ হন তিনি।

নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম শরীফ বলেন, ইমরান নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার পরিজন নদীতে অনেক খোঁজাখুজি করেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নদীর পাড়ে তার মরদেহ ভেসে ওঠে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তাই পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।

এ বিষয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, গত দুইদিন ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। সকালে পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধারের খবর জানায়। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি