Swadhin News Logo
মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নাটোরে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Nirob
জুলাই ২৯, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
নাটোরে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে চলন্ত ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, আবু সাঈদ (৩২) রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, টোল প্লাজার সামনে রাজশাহীগামী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার আবু সাঈদ নিহত হন।

এই ঘটনায় ট্রাকচালক নাসিম উদ্দিন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এসআইএন

সর্বশেষ - আন্তর্জাতিক