বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলের আয়রন ব্রিজের সাথে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চালক সাকিব হোসেন (২৩) নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে কাছিপাড়া ইউনিয়নের পাকডাল ও মান্দারবন গ্রামের মধ্যকার খালের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব হোসেন(২৩) কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে বাসিন্দা কবির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, কারখানা নদী থেকে বালু ভর্তি করে দেহপাশার উদ্দেশে যাচ্ছিলো বাল্কহেড। যাত্রাপথে পাকডাল এলাকায় পৌঁছালে অসাবধানতার কারণে ব্রিজের সাথে নিহতের মাথায় আঘাত লাগে। এ সময় বাল্কহেডের চালক ও তার একজন সহযোগী ছিলেন।
পরে সিআইডির ফরেনসিক বিভাগ মরদেহ উদ্ধার করে ময়তদন্তের জন্য মর্গে পাঠায়।
/এমএইচ