সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জামসহ রবি পাহান নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার (১ আগস্ট) ভোর ৬টার দিকে সদর উপজেলার সাতুরিয়া পালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রবি পাহান একই গ্রামের ভাদু পাহানের ছেলে।
নাটোর সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রবি পাহানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির ভেতর মদ তৈরির সরঞ্জাম, কাঁচামাল ও ৩০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করে।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্র আরও জানায়, আটক রবি পাহান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়।
/এএম