Swadhin News Logo
রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

ঝিনাইদহে শতবর্ষী গাছ উপড়ে পড়লো ভবনের ওপর, আহত ১

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
ঝিনাইদহে শতবর্ষী গাছ উপড়ে পড়লো ভবনের ওপর, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল সড়কে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে ভবনের ওপর পড়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শহরের ভূষণ স্কুল সড়কে শতাধিকের বেশি শতবর্ষী গাছ রয়েছে। মাঝে মধ্যে হালকা বাতাসে এই গাছগুলোর শুকনো ডাল পড়ে অনেকেই আহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে পড়ে একটি দুই তলা ভবনের ওপর। এই ভবনের নিচে গল্পঘর নামে একটি রেস্টুরেন্ড ও ওষুধের দোকান রয়েছে। গাছটি প্রথমে বৈদ্যুতিক তার ছিঁড়ে ভবনের উপর পড়ে। এ সময় বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। এ সময় ভবনের সামনে থাকা ইমরান হোসেনের একটি মোটরসাইকেল পুড়ে ভস্মিভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনের মালিক মঞ্জুর হোসেন টুটুল বলেন, এই ভবনের নিচে নিজের একটি রেস্টুরেন্ট রয়েছে। বিকেলে সবাই কাজে ব্যস্ত ছিল। হঠাৎ গাছটি উপড়ে পড়ে তার ভবনের উপর। এতে রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত এই শতবর্ষী গাছটি না সরালে ভবনটি ধসে পড়তে পারে। তার রেস্টুরেন্টের একজন কর্মী আহত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। গাছটি দ্রুত সরাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

/এটিএম

সর্বশেষ - আন্তর্জাতিক