স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালী পৌর শাখার সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিকদার ওরফে বাকীবিল্লাহ শিকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ১টি হত্যা মামলা রয়েছে।
রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শিয়ালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাকীবিল্লাহ পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের নুর মোহাম্মদ শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শিয়ালিবাজার এলাকা থেকে বাকীবিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী থানায় তার নামে কোনো মামলা আছে কিনা, খুঁজে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় বাকীবিল্লাহ ২০ নম্বর আসামি। মামলায় তাকে যুবলীগকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
/এএম