ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মেয়ের বৌভাতে যাওয়ার পথে ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার গফরগাঁও-হোসেনপুর সড়কের নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আ রাজ্জাকের ছেলে মুঞ্জু (৪০) ও যশরা ইউনিয়নের যশরা গ্রামের ওয়াহেদুল্লার ছেলে আলাউদ্দিন (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার পারিবারিকভাবে মুঞ্জু মিয়ার মেয়ে মিম আক্তারের বিয়ে হয়। আজ মুঞ্জু মিয়াসহ আত্মীয় স্বজনরা মিমের বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলো। পথিমধ্যে তাদের বহনকারী অটোরিকশাটি নূর মসজিদ এলাকায় পৌঁছলে বালুবাহী একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এছাড়া, আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
/আরএইচ