নাটোর করেসপনডেন্ট:
নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার ডাহিয়া ফকিরপাড়া ও বিলদহর এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিংড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, চলনবিলের বিভিন্ন অংশে অসাধু মৎস্য শিকারীরা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধন করছে। বিলের জীববৈচিত্র্য রক্ষার্থে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান চালানো হয়। তবে জালগুলো জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও এই মৎস্য কর্মকর্তা।
/আরএইচ