Swadhin News Logo
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

প্রতিবেদক
Nirob
আগস্ট ৯, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ণ
গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

গাজীপুর করেসপনডেন্ট:

গাজীপুরের মাওনা চৌরাস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে।

নিহতের নাম জুয়েল (২৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে। আটককৃতরা হলেন— রাকিব (২৫) ও রবিন (২৭)।

পুলিশ জানায়, চৌরাস্তায় অস্থায়ী এক চায়ের দোকানের ভেতর ঘুমাতে যায় কয়েকজন। এসময় ঘুমানোর জন্য বিছানো চটের ওপর শোয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিন নামে একজনের হাত কেটে গেলে এরই জেরে জুয়েলকে ছুরিকাঘাত করে রবিন ও তার অনুসারী রাকিব। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআইএন

সর্বশেষ - আন্তর্জাতিক