Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শৈলকুপায় আহত মেছোবাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৪, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
শৈলকুপায় আহত মেছোবাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত একটি মেছোবাঘের শাবককে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এ সময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছোবাঘটি মেশিনের সামনে পড়লে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। বাঘটি পালিয়ে যাওয়ার সময় সেচখালের সামনে কয়েকজন কৃষকের সামনে পড়ে। এক পর্যায়ে বাঘটি আক্রমণাত্মক হলে কয়েকজন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচখালের পাশে গর্ত খুড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়।

শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, মেছোবাঘ মারার খবর শুনে ঘটনাস্থলে বন কর্মকর্তাদের পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।

সচেতন মহল দাবি করছেন, সাতগাছি গ্রামে এর আগেও বাচ্চাসহ মেছোবাঘ পাওয়া গেছে। তাদের ধারণা, গ্রামটিতে আরও মেছোবাঘ রয়েছে।

প্রাণ-প্রকৃতি-পরিবেশ গবেষক সুজন বিপ্লব বলেন– শুধু এবারেই মেছোবাঘ নয়, মবের (উচ্ছৃঙ্খল জনতা) হাতে ধারাবাহিকভাবে বন্যপ্রাণী নির্বিচারে হত্যার শিকার হলেও জনগণকে সচেতন করতে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেই। এ ঘটনায় অবিলম্বে আইনি ব্যবস্থা নেয়া উচিত।

/এএম

সর্বশেষ - আন্তর্জাতিক