চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় ২ আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে তাদের মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ভোরে গোমস্তাপুর উপজেলার শেফালী হাফিজিয়া মহিলা মাদরাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম জামিলা খাতুন ও তানিয়া আক্তার নিশি। তারা দুজনেই ওই মাদরাসার ছাত্রী।
মাদরাসার শিক্ষকরা জানায়, রাতে সকল শিক্ষার্থীরা খাবার খেয়ে ঘুমিয়ে গেলে মধ্যরাতে জামিলা অসুস্থ বোধ করে। এসময় তার বমির সাথে রক্ত বের হয়। একই অবস্থা হয় নিশিরও। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তবে কীভাবে তাদের মৃত্যু হলো তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
/এমএইচ