
রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্যের কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামে ওই কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, মুনতাসিরুল অনিন্দ্য ও তার এক সহযোগী। অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, ৬টি দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলার আসামি অনিন্দ্য। এর আগে, ছয়মাস জেলেও ছিলেন তিনি।
/আরএইচ

















