Swadhin News Logo
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৭, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা

রাজশাহীর কাদিরগঞ্জের ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় কোচিং সেন্টারটির মালিক মুন্তাসেরুল আলম অনিন্দ্যসহ তার দুই সহকর্মীকে আসামি করা হয়েছে।

গতকাল শনিবার (১৬ আগস্ট) রাতে বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদি হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনকে আজই আদালতে হাজির করা হবে। তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

প্রসঙ্গত, গতকাল শনিবার ওই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে যৌথবাহিনী।

গ্রেফতার অনিন্দ্য হলি আর্টিজান হামলা ও অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরিফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আগে একাধিকবার গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। অনিন্দ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাতো ভাই। তার বাবা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি।

/আরএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক