Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

ঢাবির হলে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক দুই

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
ঢাবির হলে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক দুই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহ করে হলটির কিছু শিক্ষার্থী কর্তৃক মারধরের পর তোফাজ্জল (৩০) নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে শাহবাগ থানায় আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন- ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ (২০১৮-১৯ সেশন) এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সুমন (২০২১-২২)।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ফজলুল হক হলে মারধরের ঘটনায় জালাল ও সুমনকে আটক করে বিকেল ৪টায় শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেন।

এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সাহাবুদ্দিন শাহীন।

মামলার এজাহারে লেখা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র তাকে আটক করে

প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্টরুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি চর থাপ্পড় ও কিলঘুষি মারে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম- তোফাজ্জল বলে জানায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যানটিনে নিয়ে খাবার খাইয়ে তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে

জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠিদ্বারা উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে।

পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ১৯ সেপ্টেম্বর রাতে ১২টা ৪৫ মিনিটের সময় তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুম সাত সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - Blog

আপনার জন্য নির্বাচিত
জোহানেসবার্গে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ড. মোহাম্মদ আরিফুজ্জামান

জোহানেসবার্গে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ড. মোহাম্মদ আরিফুজ্জামান

জুনায়েদ আহমেদ পলক

শেখ হাসিনার সঙ্গে ‘বেঈমানি’ করতে চাননি পলক

দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

মোরেলগঞ্জে জামায়াতের দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা,১১ নেতাকর্মী আহত

মোরেলগঞ্জে জামায়াতের দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা,১১ নেতাকর্মী আহত

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ৪০ হাজার ছাড়িয়ে গেছে

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ৪০ হাজার ছাড়িয়ে গেছে

চিত্রনায়িকা নিপুণ আক্তার ও শেখ ফজলুল করিম সেলিম

নিপুণকে জয়ী করতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম

রহস্যময় আদম পাহাড় ও হযরত আদম (আ:) এর পদচিহ্ন।

রহস্যময় আদম পাহাড় ও হযরত আদম (আ:) এর পদচিহ্ন।

ক্রিকেটার সাকিব আল হাসান

গার্মেন্টসকর্মী হত্যা মামলার আসামি সাকিব আল হাসান

দেশে ফিরতে চান তসলিমা, প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি

দেশে ফিরতে চান তসলিমা, প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি

নেতানিয়াহুর কারণে ইসরায়েল ‘বিচ্ছিন্ন রাষ্ট্রে’ পরিণত হয়েছে

নেতানিয়াহুর কারণে ইসরায়েল ‘বিচ্ছিন্ন রাষ্ট্রে’ পরিণত হয়েছে

error: Content is protected !!