Swadhin News Logo
শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বিজনেস
  14. বিনোদন
  15. ভ্রমণ

বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে -মাসুদ সাঈদী

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩১, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ
বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে -মাসুদ সাঈদী

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, আওয়ামী লীগ একটি মুসলিম বিদ্বেষী দল। তাদের দলের নাম আওয়ামী মুসলিমলীগ বাদ দিয়ে সে বিদ্বেষের পরিচয় দিয়েছে। তাদের শাসনামলে প্রহসনমুলক বিচারের নামে গণহত্যা চালিয়েছে। নিরাপরাধ মানুষকে হত্যা করেছে। শনিবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত উলামা সমাবেশ তিনি একথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হোসেন মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার সকল শহীদদের বিচার সহ বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার করা হবে। এ সমাবেশ থেকে ফাঁসির দাবি জানান। তার পিতা দেলোয়ার হোসেন সাঈদীরকেও শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে।
পৌর সদরের আবু হুরাইরা (রা:) জামে মসজিদ প্রাঙ্গনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও উলামা সমাবেশ প্রধান বক্তা ছিলেন সংসদীয় বাগেরহাট-৪ আসনের জামায়াত নেতা অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের জামায়াত নেতা এ্যাডঃ শেখ আব্দুল ওয়াদুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন আমতলী পীরসাহেব আবুবকর মুহাম্মদ আব্দুল্লাহ, অধ্যক্ষ মাওলানা ড. রুহুল আমীন, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাহ আলম বাবুল, উপজেলা নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, সরকারি এসএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছবির আহমেদ, অধ্যক্ষ আব্দুল আব্দুল ছালাম খান, অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীম, শরীফ আব্দুল মান্নান, ইন্দুরকানি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলি হোসাইন প্রমুখ। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিগত সরকারের আমলে সকল আন্দোলন সংগ্রামে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!