Swadhin News Logo
রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নোবেল পুরস্কার ২০২৫: মানবতার শ্রেষ্ঠ অর্জনের স্বীকৃতি

প্রতিবেদক
Ahsan Habib
অক্টোবর ১৯, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ণ
নোবেল পুরস্কার ২০২৫: মানবতার শ্রেষ্ঠ অর্জনের স্বীকৃতি

আলফ্রেড নোবেল—একজন সুইডিশ রসায়নবিদ, উদ্ভাবক ও শিল্পপতি—১৮৯৫ সালে তাঁর উইলে বিশ্বের কল্যাণে কাজ করা ব্যক্তিদের সম্মান জানানোর লক্ষ্যে এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেন। তাঁর ইচ্ছানুযায়ী ১৯০১ সালে প্রথমবারের মতো পাঁচটি ক্ষেত্রে (পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি) প্রদান শুরু হয় নোবেল পুরস্কার। পরবর্তীতে ১৯৬৮ সালে “অর্থনীতি” বিভাগটি যুক্ত হয়।

প্রতিবছর অক্টোবর মাসে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং ১০ ডিসেম্বর, নোবেলের মৃত্যুবার্ষিকীতে, সুইডেন ও নরওয়েতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই পুরস্কার আজ শুধু কৃতিত্বের প্রতীক নয়, বরং মানবতার উন্নয়নের এক অনন্য অভিজ্ঞান।

২০২৫ সালের নোবেল বিজয়ীদের তালিকা ও অবদান

⚛️ পদার্থবিজ্ঞানে নোবেল: কোয়ান্টাম বিশ্বের বিস্ময়

২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস। তারা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে এমন এক যুগান্তকারী আবিষ্কার করেছেন, যা “ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্স” নামক জটিল ধারণাকে বাস্তব রূপ দিয়েছে। তাদের গবেষণায় দেখানো হয়েছে কীভাবে একটি বৈদ্যুতিক সার্কিটের মধ্যেই কোয়ান্টাম শক্তির স্তরবিন্যাস এবং তুন্নেলিং ঘটতে পারে। এই আবিষ্কার ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার নির্মাণে পথপ্রদর্শক হবে।

⚗️ রসায়নে নোবেল: ধাতব-জৈব ফ্রেমওয়ার্কের জগৎ

রসায়নে নোবেল পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াঘি। তাঁরা “মেটাল–অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs)” তৈরি করে বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এই ছিদ্রযুক্ত যৌগগুলো বাতাস থেকে পানি সংগ্রহ, দূষিত গ্যাস শোষণ এবং কার্বন ডাই-অক্সাইড ধরে রাখতে সক্ষম। এই প্রযুক্তি পরিবেশ রক্ষায় ও নবায়নযোগ্য শক্তি ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে।

🧬 চিকিৎসাবিজ্ঞানে নোবেল: রোগ প্রতিরোধে নতুন অধ্যায়

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই. ব্রাংকো, ফ্রেড র‍্যামসডেল ও শিমন সাকাগুচি। তাঁরা আবিষ্কার করেছেন “পেরিফেরাল ইমিউন টলারেন্স”, যার মাধ্যমে শরীর নিজের কোষকে আক্রমণ করা থেকে বিরত থাকে। এই গবেষণা অটোইমিউন রোগ যেমন টাইপ-১ ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রভৃতি রোগের চিকিৎসায় নতুন আশা জাগিয়েছে।

✍️ সাহিত্যে নোবেল: মানবিকতার কণ্ঠস্বর

সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। তাঁর লেখনীতে প্রতিফলিত হয়েছে মানব অস্তিত্বের গভীর দার্শনিকতা, সমাজের পতন ও পুনর্জাগরণের ভাষা। তাঁর বিখ্যাত উপন্যাস “The Melancholy of Resistance” এবং “Satantango” মানবিক বোধ, একাকীত্ব ও বাস্তবতার সীমা অতিক্রম করে যায়। সাহিত্যে তাঁর অবদান আমাদের মনে করিয়ে দেয়—শিল্পই মানবতার চিরন্তন প্রতিরোধ।

🕊️ শান্তিতে নোবেল: গণতন্ত্রের সংগ্রাম

শান্তিতে নোবেল পেয়েছেন ভেনিজুয়েলার মারিয়া করিনা মাচাদো। তিনি নিজের দেশে গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার জন্য সাহসিকতার সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর অহিংস আন্দোলন আজ বিশ্বে গণতন্ত্রের প্রতীক। তাঁর এই পুরস্কার কেবল ভেনিজুয়েলার নয়, সমগ্র বিশ্বের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা।

💰 অর্থনীতিতে নোবেল: উদ্ভাবনচালিত উন্নয়ন

অর্থনীতিতে নোবেল পেয়েছেন জোয়েল মোকিয়র, ফিলিপ অ্যাজিয়ন ও পিটার হুইট। তাঁরা উদ্ভাবন ও “সৃজনশীল ধ্বংস”-এর (Creative Destruction) তত্ত্ব দিয়ে দেখিয়েছেন, প্রযুক্তি ও জ্ঞান কিভাবে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করে। তাঁদের গবেষণা বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবননির্ভর অর্থনীতির যুগে অত্যন্ত প্রাসঙ্গিক।

পরিশেষে

২০২৫ সালের নোবেল পুরস্কারগুলো মানব সভ্যতার নানা দিকের সাফল্যের প্রতিফলন। বিজ্ঞানের সীমাহীন অনুসন্ধান, সাহিত্যিক অনুভব, শান্তির আহ্বান এবং অর্থনৈতিক উদ্ভাবন—সবই একসূত্রে গাঁথা মানব অগ্রগতির গান। নোবেল পুরস্কার তাই শুধু সম্মান নয়, এটি মানবতার প্রতি বিশ্বাস ও জ্ঞানের জয়গান।

সর্বশেষ - আন্তর্জাতিক