Swadhin News Logo
বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বিজনেস
  14. বিনোদন
  15. ভ্রমণ

সেভেন সিস্টার্স নিয়ে অজানা সকল তথ্য।

প্রতিবেদক
Rocky
আগস্ট ২১, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
সেভেন সিস্টার্স নিয়ে অজানা সকল তথ্য।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তর অঞ্চলের সাতটি রাজ্য কে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। রাজ্যগুলো হল অরুণাচল,আসাম,মেঘালয়,মনিপুর,মিজোরাম,নাগাল্যান্ড এবং ত্রিপুরা। রাজ্যগুলোকে একত্রে ৭ সিস্টার্স ডাকা হলেও মূলত রাজ্যগুলো ভৌগোলিক ও সংস্কৃতিতে স্বতন্ত্র। এদের মধ্যে রয়েছে নিবিড় পারস্পরিক নির্ভরশীলতা।ঠিক এই কারণেই ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাঁইথিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন।

এই সাত রাজ্যের মোট আয়তন ২,৬২,১৮৪ কিলোমিটার অর্থাৎ ভারতের প্রায় ৪ শতাংশ জায়গা জুড়ে সেভেন সিস্টার্স গঠিত।দক্ষিণ-পশ্চিমে রাজ্য গুলোর সাথে বাংলাদেশের প্রায় ১৫৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিটি রাজ্যই জাতিগত ভাবে ও ধর্মীয় দিক থেকে বৈচিত্র্যময়,অবস্থানগত ভাবে রাজ্যগুলো মূল ভারত থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করায় রাজনৈতিক,অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে তাদের যথেষ্ট মিল রয়েছে।যার কারণে এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টারনামকরণ করা হয়।

এ অঞ্চলের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের,শুধুমাত্র অরুণাচলে বাস করে ২৬ টি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় ৬১টি উপজাতি সম্প্রদায়।চোখ জুড়ানোর নৈসর্গিক প্রকৃতি আর বিচিত্র জীবন পদ্ধতি সেভেন সিস্টার্সকে করে তুলেছে সমগ্র ভারতের সবচেয়ে বৈচিত্র্যময় জনপদ।

এই সাতটি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু অমূল্য সম্পদ এবং জায়গা,যা বিশ্বের আর কোথাও নেই। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভাসমান জাতীয় উদ্যান।এটি বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান বা পার্ক।

প্রায় ৪০ বর্গ কিলোমিটারের কেইবুল লামজাও জাতীয় উদ্যান মনিপুরের বিষ্ণুপুর জেলায় অবস্থিত। এখানে আছে সবচেয়ে বৃষ্টিপাত হওয়া এলাকা আরো আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম “মাওলাইনং” যা মেঘালয় রাজ্যে অবস্থিত।শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার “ইমা কিথেল”বা ইমা বাজার মণিপুরের রাজধানী ইম্ফলের প্রাণকেন্দ্রে অবস্থিত।

সারা বছর জুড়ে এ রাজ্যগুলোতে থাকে মনোরম পরিবেশ যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ। মূল ভারত থেকে সেভেন সিস্টার্সে প্রবেশের একমাত্র পথ হল শিলিগুড়ি কোরিডোর দিয়ে আসাম রাজ্য।যার কারনে আসাম রাজ্যকে সেভেন সিস্টার্সের প্রবেশদ্বার বলা হয়।ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এ রাজ্যটির পরিবেশ অনেক মনোমুগ্ধকর এবং অনেক ভৌগলিক সম্পদে ভরপুর। বিস্তীর্ণ জায়গা জুড়ে চা বাগান এবং ধানের ক্ষেত রাজ্যটিকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পৃথিবীব্যাপী চায়ের যোগানের একটি বড় অংশ আছে এই আসাম থেকে কামাখ্যা মন্দির,পৃথিবীর সবচেয়ে বড় নদীদ্বীপ মাজুলী আর একশ্রেণীর বিরল প্রজাতির গন্ডার এই আসাম রাজ্যে দেখা যায়।

 

দ্বিতীয় পর্ব দেখুন

 

 

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!