পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ের কালামাইশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবে এলাহী,প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক মহল ওঅভিভাবক মহল সহ সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন,আমি সব সময় পাহাড়ের মানুষের শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি।সমতলের মানুষের চেয়ে তারা শিক্ষার দিকে পিছিয়ে আছে পাহাড়ি এলাকা হওয়ায় তাদের সুযোগ সুবিধা কম।পাহাড়ের মানুষরা অতি কষ্টে দিন পার করে থাকে। বেশিরভাগ পাহাড়ি মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চায় না। কারণ এখানে তারা পড়াশুনাকে অনিশ্চিত ভবিষ্যৎ হিসেবে দেখছে। আমি এবং আমরা শিক্ষক সমাজ তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করছি। তাদের পর্যাপ্ত পরিমানে শিক্ষার পরিবেশ তৈরী করেছি।তাদের শিক্ষার মান উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছি। যত দিন এই মহান পেশায় আছি,পাহাড়ি মানুষের শিক্ষায় এবং সর্বোপরি প্রাথমিক শিক্ষা ও শিক্ষার মান বজায় রাখার জন্য কাজ করে যাবো।
এর আগেও ২০১৭ সালে আমার কাজের স্বীকৃতি স্বরূপ কাপ্তাই উপজেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ নিবেদিত শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। আবার কিছু দিন আগে উপজেলাতে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি।
পাহাড়ি মানুষের শিক্ষার জন্য কাজ করে এই স্বীকৃতি পেয়েছি, নিঃসন্দেহে এটি আমার জন্য অনেক আনন্দের এবং সম্মানের।পুরস্কার বড় কথা নয়,মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু দিতে পেয়েছি তাতেই খুশি। সর্বপরি আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করে সম্মানিত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই স্বীকৃতি ঘোষণার পর অনেকে আমাকে ফোন কল এবং মেসেজের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে,আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। আপনারা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
তিনি প্রাথমিক পর্যায়ের শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে কাজ করে যেতে চান। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে সঠিক প্রাথমিক শিক্ষা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য সকলের প্রতি আহ্বান জানান।