গালওয়ানে ভারত-চীন সঙ্ঘাতের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী সপ্তাহের ২৫ থেকে ২৭ জুন চীনের কিংদাও শহরে হতে চলেছে এসসিও বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই রাজনাথের এই সফর।
শুক্রবার (২০ জুন) ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ভারতের পাশাপাশি এই বৈঠকে অংশ নেবেন চীন, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ, কাজাখিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান ও উজবেকিস্তানসহ মোট ১০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী।
তবে এসসিও বৈঠকের পাশাপাশি ভারত-চীন সম্পর্ক, সন্ত্রাসবাদ ও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করতে কূটনৈতিকভাবে এই সফরের গুরুত্ব অনেক বলে মনে জানিয়েছে ওই সংবাদমাধ্যমটি।
২০২০ সালে গালওয়ানে সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সঙ্ঘাত চরম আকার ধারণ করেছিল। এরপর টানা ৫ বছর ধরে দফায় দফায় বৈঠকের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দুই দেশের সম্পর্ক।
গালওয়ানের পর ডেমচক, দেপসাংয়ে সেনা মোতায়েন করেছিল দুই দেশ। সেই সেনা প্রত্যাহারও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তীতের দুঃসময়কে দূরে সরিয়ে চীনের সাথে সম্পর্কের উন্নতিতে রাজনাথের এই সফর বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রতিরক্ষামন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, এই সফরে দুই দেশের ফের বিমান চলাচল চালু, ভিসা, নদীগুলোর পানি বণ্টনসহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে।
এর পাশাপাশি অপারেশন সিঁদুরের পর সন্ত্রসাবাদ নিয়ে চীনকে অবগত করানোও উদ্দেশ্য ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর।
কয়েক দিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সঙ্ঘাত সৃষ্টির অভিযোগ তোলে, তাতে পাকিস্তান হয়ে চীনা অস্ত্রই ধেয়ে এসেছিল ভারতে। এই সফরে এই বিষয়টিও বেইজিংকে জানাতে চান রাজনাথ।