Swadhin News Logo
সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

ইসরায়েলি বোমা হামলায় ইয়েমেনের সানায় ৬ জন নিহত

প্রতিবেদক
Nirob
আগস্ট ২৫, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
ইসরায়েলি বোমা হামলায় ইয়েমেনের সানায় ৬ জন নিহত

ইসরায়েলি বোমা হামলায় ইয়েমেনের সানায় ৬ জন নিহত

গাজায় চলমান যুদ্ধে উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। এ হামালায় অন্তত ৬ জন ইয়েমেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইসরায়েলি ও ইয়েমেনি কর্মকর্তারা।

হুতি-সমর্থিত আল মাসিরাহ টিভি জানায়, স্থানীয় সময় রোববারের (২৪ আগস্ট) হামলায় সানার একটি তেল স্থাপনাকেন্দ্র এবং একটি বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।

ইসরায়েল দাবি করেছে, তারা সানায় অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদকেও হামলার লক্ষ্য বানিয়েছে, যেটিকে তারা একটি ‘সামরিক ঘাঁটির অংশ’ বলে উল্লেখ করেছে।

আল মাসিরাহ’র তথ্যমতে, এই হামলায় ৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৮৬ জন ইয়েমেনি আহত হয়েছেন।

এই হামলা হুতিদের একটি ক্ষেপণাস্ত্র হামলার দাবির দুই দিন পর ঘটে, যেটি তারা ইসরায়েলের বিরুদ্ধে চালিয়েছে বলে জানিয়েছে। হুতিদের দাবি, এ ধরনের হামলা গাজায় চলমান অবরোধ ও নিপীড়ন বন্ধে চাপ সৃষ্টি করতেই করা হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়,

‘এই হামলা হুতি সন্ত্রাসী গোষ্ঠীর বারবার ইসরায়েলের ওপর চালানো আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে, যার মধ্যে ভূমি থেকে ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাও রয়েছে।’

আল মাসিরাহ এক হুতি সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরায়েলি বিমানকে ‘নিষ্ক্রিয়’ করতে সক্ষম হয়। আল জাজিরা যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, হামলার পর সানার আকাশে আগুন ও ধোঁয়ার কুন্ডলী ছড়িয়ে পড়েছে।

রোববারই (২৪ আগস্ট) হুতি গোষ্ঠী সাফ জানিয়ে দিয়েছে যে, ‘এই হামলা তাদের সামরিক অভিযানকে দমাতে পারবে না।’

হুতি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেন,

‘ইসরায়েলের এই আগ্রাসন আমাদের গাজার প্রতি সমর্থন থেকে বিরত রাখতে পারবে না, যত বড়ই ত্যাগ স্বীকার করতে হোক না কেন।’

সূত্র: আল জাজিরা।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত