Swadhin News Logo
বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মেক্সিকান পার্লামেন্টে আইনপ্রণেতাদের হাতাহাতি

প্রতিবেদক
Nirob
আগস্ট ২৮, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ
মেক্সিকান পার্লামেন্টে আইনপ্রণেতাদের হাতাহাতি

মেক্সিকান পার্লামেন্টে আইনপ্রণেতাদের হাতাহাতি

মেক্সিকান পার্লামেন্টে হাতাহাতিতে জড়িয়ে পড়লো দুই সিনেটর। এক পর্যায়ে এতে যোগ দেন অন্যান্য আইনপ্রণেতারাও।

বুধবার (২৭ আগস্ট) পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে ঘটে এ ঘটনা। এ সময় চরমে পৌঁছে উত্তেজনা। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, বাগবিতণ্ডার মাঝে একে অপরকে ধাক্কা দিচ্ছেন আলেহান্দ্রো আলিতো মোরেনো কার্দেনাস ও জেরার্দো ফার্নান্দেজ নোরোনা নামের দুই সিনেটর। জাতীয় সংগীত পরিবেশনের পর আইনসভার কার্যক্রম সমাপ্তের সময় মোরেনো অভিযোগ তোলেন, বক্তব্য রাখার সু্যোগ দেয়া হয়নি তাকে। এ অভিযোগ নিয়ে নোরোনার কাছে গেলেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। যা পরে রূপ নেয় হাতাহাতিতে। পরবর্তীতে এতে যোগ দেন অন্যান্য আইনপ্রণেতারাও।

অপরদিকে, ঘটনাটি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে দেশটির নাগরিকদের মাঝে।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক