ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল শুক্রবার (২৯ আগস্ট) বলেছেন যে, ইরান যুদ্ধ চায় না, তবে যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আক্রমণ করে, তবে ইরান পাল্টা জবাব দিবে এবং প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক-না-কেন, ইরান ভয় পায় না।
তিনি বলেন, ‘আমেরিকা ও ইসরায়েল ইরানকে বিভক্ত এবং ধ্বংস করতে চায়, কিন্তু কোনো ইরানি চায় না যে ইরান বিভক্ত হোক।’
‘আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধ করতে ভয়ও পাই না,’ ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন।
পেজেশকিয়ান ই-৩ (যুক্তরাজ্য, ফ্রান্স, এবং জার্মানি)-এর সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। মূলত, এই তিনটি দেশ ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য ৩০ দিনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: জেরুজালেম পোস্ট।
/এআই